কাপ্তাই উপজেলায় বিষাক্ত পোকার কামড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আরোহি সিদ্দিকা ইসপা। তার বাবার নাম মো. ছিদ্দিক মিয়া। তিনি স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের জাকির হোসেন স’ মিল এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, শিশু ইসপা জাকির হোসেন ‘স মিল এলাকা সংলগ্ন মুরগির টিলা নামক স্থানে পরিবারের সাথে বসবাস করতো। প্রতিদিনের মত গতকাল শনিবার দুপুরে ঘরের পাশে খেলতে গেলে শিশুটির হাতে হঠাৎ একটি বিষাক্ত পোকা কামড় দেয় এবং পোকাটি শিশুর হাত কামড়ে ধরে থাকে। এসময় শিশুটি প্রচণ্ড ব্যথায় জোরে চিৎকার করে কাঁদতে থাকে। এসময় উপস্থিত লোকজন শিশুটির হাত থেকে পোকাটি নিয়ে ছুঁড়ে ফেলে দেয়।
মুহূর্তে শিশুটি বিষক্রিয়ায় নিস্তেজ হতে থাকে। এসময় শিশুটির পিতা মো. ছিদ্দিক মিয়া তার আদরের কন্যাকে তাৎক্ষনিক কাপ্তাই নতুন বাজারের একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মৃত্যুতে কাপ্তাই ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিকাল ৪টায় শিশুটিকে বাঁশ কেন্দ্র কবরস্থানে দাফন করা হয়।