জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজে তার পথচলা শুরু হয়েছিল একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। নৃত্যেও পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যায় তাকে। কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে নাটকে অভিনয় করেই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের। খবর বাংলানিউজের।
নাটকে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি দেশীয় নাটকের প্রথম সারির অভিনেত্রী। পর্দার মতো সামাজিক মাধ্যমগুলোতেও বেশ জনপ্রিয় মেহজাবীন। নিত্য নতুন ছবি আর বিভিন্ন পোস্টের মাধ্যমে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। এবার মেঙিকোর সমুদ্র পাড়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন মেহজাবীন।
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্ট থেকে তোলা।