উখিয়ায় রোহিঙ্গা যুবককে বুকে গুলি করে হত্যা

আজাদী অনলাইন | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ১১:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবির থেকে ডেকে নিয়ে বুকে ৩ রাউন্ড গুলি করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়ার ক্যাম্প ১০-এর এফ ১৬ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ জসিম (২৫)। তিনি এফসিএএন নং-৬০০৮৩৪-এর শেল্টারে থাকতেন। এপিবিএন-৮-এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা ক্যাম্প ১০-এর এফ ১৬ ব্লকে প্রবেশ করে এফসিএএন (নং ৬০০৮৩৪)-এর শেল্টার থেকে মোহাম্মদ জসিমকে ডেকে বের করেন। তারপর ব্লকের একটি গলিতে এনে তার বুকে পরপর ৩ রাউন্ড গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যান। এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামে এক যুবককে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা কী কারণে এ যুবককে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে। গুরুতর আহত অবস্থায় সালাম বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর দুই রোহিঙ্গা নেতাসহ গত ৩ মাসে ক্যাম্পে ১২ রোহিঙ্গা খুন হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহালিশহরে টাকা সহ ছিনতাইকারী ধরল পুলিশ