শিপিং ব্যবসায়ী এ এফ এম শওকত আহমেদের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রখ্যাত শিপিং ব্যবসায়ী, চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর এম এইচ চৌধুরী লিমিটেডের ভাইস চেয়ারম্যান, শিপ হ্যান্ডলিং অপারেটর ইউনিফ্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটর এসোসিয়েশনের পরিচালক এ এফ এম শওকত আহমেদ আর নেই। দুবাই হয়ে আমেরিকার শিকাগো যাওয়ার পথে গত রোববার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ এফ এম শওকত আহমেদ বহু বছর ধরে নগরীর পাথরঘাটা এলাকায় বসবাস করলেও তার জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায়। গত বছর দুয়েক ধরে তিনি নগরীর খুলশী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে বসবাস করছিলেন। এ এফ এম শওকত আহমেদের মৃত্যুতে চট্টগ্রামের শিপিং সেক্টরে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য বিভাগের ২৯০ মেডিকেল টিম
পরবর্তী নিবন্ধআমাদের লড়াই গণতন্ত্রকে ফিরে পাওয়ার : ফখরুল