ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: চট্টগ্রাম বন্দরে সব কার্যক্রম বন্ধ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১২:৪০ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ দ্রুত গতিতে উপকূলের দিকে ধেয়ে আসতে থাকায় চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপৎসংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বন্দরে সব ধরনের কাজকর্ম।

আজ সোমবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ৬ নম্বর বিপদ সংকেত দেখানোর কারণে আপাতত বন্দরের সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতা এলার্ট-৩ জারি করা হয়েছে।

বন্দরের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দর কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেটিতে থাকা সব জাহাজ বের করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপানিতে আগুন – ২
পরবর্তী নিবন্ধজয় দিয়ে শুরু বাংলাদেশের