গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে টাকা নিয়ে ভোট না দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্যসহ দুই ভোটারকে পেটানোর অভিযোগ উঠেছে পরাজিত এক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল রোববার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য স্বপ্না আক্তার বাদী হয়ে সাবেক চেয়ারম্যানসহ ৫ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। খবর বাংলানিউজের।
পিটুনিতে আহত হয়েছেন কালিয়াকৈর উপজেলার পাবুরিয়াচালা এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী স্বপ্না আক্তার। তিনি ফুলবাড়িয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য। একই ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলামকেও পিটিয়েছেন পরাজিত প্রার্থীর সমর্থকরা।