চাটগাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে গত মঙ্গলবার নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর ৪র্থ ও সংগঠনের কার্যকরী সদস্য সাফাত ইব্রাহিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
পরে সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জনুমান আরা, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর এডভোকেট রেহেনা বেগম রানু, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, লিয়াকত হোসেন খোকন, জেকব ডায়াস, মো. আলী, ইকবাল হায়দার, মঈনুদ্দিন আহমদ, কামাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী ও প্রয়াত সাফাত ইব্রাহিমের মেয়ে রাদিয়া ইব্রাহিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন, মো. জসিম উদ্দিন চৌধুরী, এম.এ.মুছা বাবলু, ইলিয়াছ ইলু, রকিবুল হাসান সোহেল, আনোয়ার হায়দার রাজিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শুরুর পূর্বে প্রয়াতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।