সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভা

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে এক সভা গত ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, হাজী আবদুস ছবুর, আবুল খায়ের, জহিরুল ইসলাম, সেলিম খান, মো: ইলিয়াছ, খোরশেদ আলম, মনসুর আলম, আবুল কাশেম, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, শাহ জাহান, মো: ইউছুপ, জাহেদ হোসেন, শাহ আলম চৌধুরী, মো: শফি, জানে আলম, আহমদ হোসেন, নজরুল ইসলাম, শামসুল আলম, দৌলত মিয়া, কদর আলী মুসা, কামাল উদ্দিন, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম শাহীন, হোসেন আহমদ, নুরুল হক পুতু, মো: রুবেল, মো: হাসান, নূর মোহাম্মদ, আবদুর রহিম প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের প্রাইমমোভার ট্রেইলার ও ট্রাক শ্রমিকেরা যে কোন মুহূর্তে প্রয়োজনে কর্ম বিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাথে সংযুক্ত ৪৬টি বেসিক ইউনিয়নের প্রতিনিধিত্বকারী ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (দ.) আদর্শ অনুসরণে মিলবে সামাজিক অবক্ষয় থেকে মুক্তি
পরবর্তী নিবন্ধপ্রয়াসের কেবিনেট সভা আজ