বিশ্ব গণমাধ্যম এখন বদলে যাওয়া বাংলাদেশের সংবাদ প্রকাশ করে

সাতকানিয়ায় নজরুল ইসলাম এমপি

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:১৮ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বিশ্ব গণমাধ্যম এক সময় বাংলাদেশের দারিদ্রতার খবর প্রকাশ করতো। আর এখন বদলে যাওয়া বাংলাদেশের সংবাদ প্রকাশ করে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। দেশের টাকায় পদ্মা সেতু তৈরিসহ উন্নয়ন অগ্রযাত্রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন বিশ্ব নেতারা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

করোনাসহ বৈশ্বিক সংকটে থামেনি উন্নয়ন কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে এসব কিছু সম্ভব হয়েছে। তিনি গতকাল সাতকানিয়ার পুরানগড়ের লতাবনিয়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুরানগড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ ফ ম মাহবুবুল হক সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘসূত্রতার বেড়াজালে আইনের প্রয়োগ
পরবর্তী নিবন্ধ‘সন্তোষ-রেণুবালা মেমোরিয়াল’ মেডিকেল ক্যাম্প ২৪ অক্টোবর