চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ২৬.২৯ কোটি টাকা। ৪,৩৫৪টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৮০০.৭৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৫৯.০৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ৩.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২১১.৩৬ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৪৯.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আজ ২,৬১৫.৭৩ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,৫৫৬.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১০৫.৪২ কোটি টাকায়।
সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ৯১টির।