আকৃতিতে কতো মানুষ দেখি
চোখের পলকে চলে
ভিড় কোলাহলও মরু প্রান্তর
নির্জনতা বলে।
শতো মানুষের কতো চেহারা
মানুষ পাই না খুঁজে
আকৃতিতে মানুষ হলেও
কারে কে’ই বা বুঝে?
গভীর চোখের দৃষ্টি পলক
স্বচ্ছ মনের আকাশ
মানুষের মাঝেই মানুষ থাকে
অমানুষেরও বসবাস।
টুম্পা ভট্টাচার্য | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ
