জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, একটি দুর্ঘটনা শুধু একজন মানুষ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। দুর্ঘটনায় কবলিত ব্যক্তির সাথে সাথে তার পরিবারকেও বিরাট ক্ষতির মুখোমুখি হতে হয়। এসব ক্ষতি কোনো পক্ষের দ্বারাই পুরোপুরি নিরসন করা সম্ভব হয় না। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল, সঠিকভাবে গাড়ি চালানো ও একই সঙ্গে চলাচলকারী যাত্রীদেরকেও ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে। সড়ক দুর্ঘটনা মানুষের জীবনে যে অপূরণীয় ক্ষতি বয়ে আনে তা প্রতিরোধে কঠোর আইনের প্রয়োজন।
গতকাল সোমবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিরাপদ সড়ক চাই মহানগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের হেড অব সেলস (চট্টগ্রাম অঞ্চল) আবদুর রহিম, দীপংকর দাশ বাবু। সভাপতির বক্তব্যে ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মো, হাকিম আলী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন-কানুন ও নানা বিধি-নিষেধ আছে। এরপরও তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যেমন কঠোর হতে হবে, চালক-যাত্রী ও পথচারিকেও সতর্ক এবং সচেতন হতে হবে। এতে উপস্থিত ছিলেন বিজন চক্রবর্তী, এম এজাজ চৌধুরী,মিজানুর রহমান, আবদুল হাকিম রানা, কাউছার আলম, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সাত্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।