রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বন্দর নগরী চট্টগ্রামের ও. আর. নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি-১ মো. শওকত আলী খান। তিনি চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভিন্ন শাখার নির্বাহী ও ব্যবস্থাপকদের নিকট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের হাতে নেওয়া ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঘোষিত লক্ষ্যমাত্রা ও অগ্রগতি সম্পর্কে জানতে চান। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও পর্যালোচনা শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ আলোচক হিসেবে প্রধান কার্যালয়, ঢাকার জিএম কাজী মো. ওয়াহীদুল ইসলাম বলেন, আমি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ দীর্ঘ দিন ধরে কাজ করেছি। আপনারা কর্মসূচীর লক্ষ্যমাত্রা ১০০ ভাগ অর্জন করতে নিষ্ঠার সহিত কাজ করবেন। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পশ্চিম, পূর্ব এবং কক্সবাজার জোনের জোনাল ম্যানেজার ও ডিজিএম আবুল হাসান, বেগম কামরুন নাহার, এজিএম মাসুক-ই-ইলাহী। এছাড়া ও. আর. নিজাম রোড ও আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও ডিজিএম এরশাদ হোসেন চৌধুরী, এস, এম, বুরহান উদ্দীনসহ বিভিন্ন শাখার নির্বাহী ও ব্যবস্থাপক। প্রেস বিজ্ঞপ্তি।