সকালে একজন নিখোঁজ, বিকালে ভেসে এল লাশ

কাউকে না জানিয়ে চার সহপাঠী কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফের পর্যটকের মৃত্যু হয়েছে। তাহসীন হোসাইন (১৬) নামে ওই কিশোর গতকাল সকাল ৭টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে শৈবাল পয়েন্ট সৈকতে তার মরদেহ ভেসে আসে। নিহত তাহসীন কুমিল্লার দেবিদ্বারের গোলাম হোসেন ও তাহমিনা আকতারের ছেলে। সে লাকসাম রোডের জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
তাহসীনের সঙ্গী ফয়েজ উল্লাহ ও মো. নোমান জানায়, তাহসীন ও রিফাত রহমানসহ তারা চার সহপাঠী বৃহস্পতিবার মাদ্রাসা বন্ধ পাওয়ায় কাউকে না জানিয়ে কক্সবাজারে বেড়াতে আসে। শুক্রবার ভোরে গাড়ি থেকে নেমেই সরাসরি সমুদ্র সৈকতে চলে আসে। ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা আব্দুল মজিদ জানান, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে তার স্বজনরা কক্সবাজারে পৌঁছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি প্রার্থনা করলে সেই আবেদন মঞ্জুর হয়। এরপর জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাহসীনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, তাহসিনের স্বজনরা রাতেই লাশ নিয়ে কুমিল্লার দেবীদ্বারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের লাবণী পয়েন্ট সাগরে গোসল করতে নেমে সাগরে ডুবে মোহাম্মদ সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়। নিহত সুমন ঢাকার বংশালের নয়া পাড়া এলাকার আবুল কাসেমের ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ জানান, সাঁতার না জেনে অধিক পানিতে নেমে গোসল করতে গিয়েই তারা সাগরে ডুবে মারা গেছে। যদিও এ বিষয়ে পর্যটকদের সতর্ক করে সাগর তীরে বহু বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এছাড়া বীচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করেও সতর্ক করা হচ্ছে। অনেকেই এ সতর্কতা না মেনে বিপদে পড়ছে।

পূর্ববর্তী নিবন্ধদুদিনে আট নাবিকসহ ৯ লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপান চুরির বিচার চাওয়ায় চাচির শরীরে ২২ কোপ