জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় পরিদর্শনে গিয়ে চিড়িয়াখানার সার্বিক অবস্থা ঘুরে দেখেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আ. খালেক মল্লিক, পেট্রো বাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, যুগ্ম সচিব (উন্নয়ন) শাহিনা খাতুন, যুগ্ম সচিব (প্রশাসন) ও চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সদস্য ও রাউজান উপজেলা চেয়াম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমিন, চিড়িয়াখানার সদস্য সচিব ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম ও হুছাইন মুহাম্মদ। এনডিসি মো. তৌহিদুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।