আন্তর্জাতিক প্রবীণ দিবস উৎযাপন উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চট্টগ্রাম বিভাগীয় শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি আন্তর্জাতিক প্রবীণ দিবস উৎযাপন উপলক্ষে প্রবীণ ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রফেসর শায়েস্তা খানকে প্রবীণ হিতৈষী সংঘ, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ও এ কে খান এন্ড কোং’র পরিচালক এ কে সামশুদ্দীন খান, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, প্রাক্তন জেলা গর্ভনর নজমুল হক চৌধুরী, সহ-সভাপতি বাবু মতিলাল দেওয়ানজী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার সহিদ সরওয়ার খান, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, র্নিবাহী সদস্য হাজী আবু তাহের ও ইঞ্জিনিয়ার লোকমান হাকিম প্রমুখ।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্র প্রফেসর শায়েস্তা খান এবং এ কে সামশুদ্দীন খান র্দীঘ ৬০ বৎসর পর দেখা হওয়ায় অতীতের অনেক স্মৃতিচারণ করে আড্ডায় মেতে উঠেন। প্রেস বিজ্ঞপ্তি।