শিরোপা জিতলো মাদারবাড়ী উদয়ন সংঘ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

কোন অঘটন ছাড়াই জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতে নিয়েছে মাদারবাড়ী উদয়ন সংঘ। গত বুধবার নিজেদের শেষ খেলায় মাদারবাড়ী উদয়ন সংঘ ৫-০ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে উড়িয়ে দেয়। এতে করে ৯ খেলা শেষে সর্বোচ্চ ১৯ পয়েন্ট অর্জন করে মাদারবাড়ী উদয়ন সংঘ প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়নশিপ নিজেদের করে নেয়। তারা ৫টি খেলায় জয়লাভ করে এবং ৪টি খেলায় ড্র করে। কোন খেলায় পরাজিত হয়নি মাদারবাড়ী উদয়ন সংঘ। ফলে অপরাজিতভাবেই লিগ শিরোপার দাবীদার হলো উদয়ন সংঘ। প্রতিপক্ষের জালে তারা ২০টি গোল দিয়েছে। হজম করেছে মাত্র ৩টি গোল। আগের খেলায় অনেকটা দুর্বল কাস্টমসের সাথে হোচট খেয়েছিল উদয়ন সংঘ। খেলা ড্র হয়েছিল। সে ম্যাচটি জিতলে সেদিনেই জয়োল্লাসে মেতে উঠতে পারতো উদয়ন সংঘ। কিন্তু শেষ মুহূর্তে কাস্টমসের গোল উদয়নের আনন্দে বাধ সাধে। সেদিন মন খারাপ হয়ে যায় খেলোয়াড়,কর্মকর্তা এবং সমর্থকদের। কোচ আনোয়ার হোসেনকেও শুনতে হয় কটু কথা। এরপর তাদের টার্গেট হয় শেষ খেলা। শেষ খেলাই যেন ফাইনাল খেলা তাদের জন্য। যদিও প্রতিপক্ষ দুর্বল বিসিআইসি। যারা তাদের গত ৮টি খেলার একটিতেও জিতেনি। তারপরও লিগ শিরোপা বলে কথা। কোন অঘটন যদি হয়ে যায়। কিন্তু না তেমন কিছু হয়নি। সব ছাপিয়ে ঠিক ঠিকভাবেই লক্ষ্যে পৌঁছে গেছে মাদারবাড়ী উদয়ন সংঘ। বিসিআইসি পরাজয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। নিজেদের শেষ খেলাতেও পরাস্ত হয়েছে তারা। তার মানে ৯ খেলার ৯টিতেই পরাজিত হয়ে তারা নেমে গেছে প্রথম বিভাগে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল খেলতে নেমে শিরোপায় চোখ রাখা সতর্ক মাদারবাড়ী উদয়ন সংঘ কোন সুযোগই দেয়নি তাদের প্রতিপক্ষ অফিস দল বিসিআইসিকে। শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকা উদয়ন প্রথমার্ধেই চার গোলের লিড নিয়ে নেয়। ২টি করে গোল আদায় করে নেন আরমান ফয়সাল আকাশ এবং মো. ফয়সাল আহমেদ। চার গোলে এগিয়ে থাকা মাদারবাড়ী উদয়ন সংঘ দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধারা অব্যাহত রাখে। চাপে রাখা বিসিআইসি রক্ষণভাগে হানা দেন ফয়সাল আহমেদ এবং নাহিয়ান। যদিও গোল করতে পারেননি তারা। তবে ৫৩ মিনিটে আরো একটি গোল পায় উদয়ন। এবার মেরাজ হোসেন অপি বক্সে বল পান। কয়েকজনের পা ঘুরে বল যায় তার কাছে। তিনি আলতো শটে বল জালে পৌঁছে দিলে ব্যবধান হয় ৫-০। ৬৪ মিনিটে আরো একটি নিশ্চিত গোলের সুযোগ পায় উদয়ন সংঘ। তানিন সরকার একবার শট নেন। কিপার বল ফিরিয়ে দেন। আবার ফিরতি বলেই হেড নেন তানিন। কিন্তু ব্যর্থ হন গোল করতে। শেষ পর্যন্ত এ ব্যবধানেই খেলার শেষ বাঁশি বেজে উঠে। আর উল্লাসে মেতে উঠেন দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকরা। বিসিআইসিকে ৯ খেলায় মোট ৩৭টি গোল হজম করতে হয়। বিপরীতে তারা ৬টি গোল দিতে সক্ষম হয় প্রতিপক্ষের জালে। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মো. ফয়সাল আহমেদ। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকার প্রাইজমানি তুলে দেন চট্টগ্রাম জেলা দলের সাবেক ফুটবল খেলোয়াড় ও সিজেকেএস কাউন্সিলর মো. ফারুকুজামান।
মোহামেডান ব্লুজ-বন্দর
একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে দু’দলের খেলা ১-১ গোলে ড্র ছিল। খেলার শুরুতেই এগিয়ে যায় মোহামেডান ব্লুজ। কেউ কিছু বোঝার আগেই গোল করে বসেন আক্রমনে উঠা সৌরভ দেওয়ান (১-০)। আচমকা গোল খাওয়া বন্দর এরপর খেলায় ফিরে আসার চেষ্টা করতে থাকে। ২৫ মিনিটে সফল হয় তারা। ব্লুজ কিপার সাদ্দাম এগিয়ে আসার সুযোগে বন্দরের মেহেদী হাসান রয়েল গোল করে খেলায় সমতা আনেন (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো এগিয়ে যায় মোহামেডান ব্লুজ। বাঁ দিক দিয়ে বল নিয়ে একাই উঠে যান শোয়াইবুর রহমান। এরপর তিনি বল দেন বক্সের সামনে থাকা সৌরভ দেওয়ানকে। সৌরভ নিজের দ্বিতীয় গোল করে ব্লুজকে এগিয়ে রাখেন ২-১ গোলে। খেলার ৫৩ মিনিটে আবারো সমতা আনেন মেহেদী হাসান রয়েল। বাম প্রান্তে বল নিয়ে উপরে উঠে যান জাকির হোসেন জিকু। তার চমৎকার ক্রসে দারুনভাবে মাথা ঠেকিয়ে বল জালে দেন রয়েল (২-২)। খেলার ৬৫ মিনিটে অখেলোয়াড়োচিত আচরণের জন্য বন্দরের সালাউদ্দিন এবং মোহামেডান ব্লুজের বদলি খেলোয়াড় রিজুয়ান কবিরকে রেফারী জি এম চৌধুরী নয়ন লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
গতকাল দু’দলই আক্রমণ প্রতি আক্রমন করে খেলতে গিয়ে বেশ কটি নিশ্চিত সুযোগ লাভ করে। তবে দু’দলই সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। খেলার ইনজুরি টাইমে মোহামেডান ব্লুজের বক্সে বন্দরের হাসানুজ্জামান কায়েসকে ফাউল করা হলেও রেফারী পেনাল্টি এড়িয়ে যান। আবার কিছু পরে বন্দরের নাজিম উদ্দিন মিঠু মোহামেডান ব্লুজের খেলোয়াড়কে ফাউল করলে মিঠুকে হলুদ কার্ড দেখতে হয়। ৯ খেলায় বন্দর ১৪ এবং মোহামেডান ব্লুজ ১২ পয়েন্ট পেয়ে লিগ শেষ করেছে।
গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির মেহেদি হাসান রয়েল। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকার প্রাইজমানি তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন। প্রিমিয়ার ফুটবল লিগে আজ বিকাল ৩টায় ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় লিগের প্রথম ম্যাচে হারের মুখে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৭২ কোটি টাকা