চট্টগ্রামস্থ দরবার-এ গাউছে হাওলা হযরত শিবলী মঞ্জিলের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস আয়োজন করেছে নেত্রকোনা জেলার কেন্দুয়া খানকা শরীফ।
উক্ত জুলসে নেতৃত্ব দেন দরবারের পীরজাদা মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দু্ছ আকবরী (মজিআ)। কেন্দুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খানকায় ফিরে আসে। খানকার সম্মুখে র্যালি পরবর্তী শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অসীম কুমার উকিল এমপি। দরবারের আওলাদগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন এস কে আসিফ মিল্টন ও মো. জুনাঈদ। আলেমদের পক্ষ থেকে ওয়াজ করেন মাওলানা আলী ওসমান, মাওলানা আবু বক্কর সিদ্দিকী ও মাওলানা আবু ঈসহাক আনসারী।
আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ফারুকি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বদরুজ্জামান খান মহব্বত। প্রেস বিজ্ঞপ্তি।












