জায়গা সংকটে চমেক হাসপাতালে নতুন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না- এমন দাবি যৌক্তিক নয় জানিয়ে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান আজাদীকে বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু চমেক ক্যাম্পাসেই স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। জায়গাও চূড়ান্ত হয়েছিল। আমরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন করেছিলাম। আমাদের দাবি ছিল, চমেককে রূপান্তর করে বিশ্ববিদ্যালয় করা যাবে না। মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র। পরে সরকার আমাদের দাবি মেনে নিয়ে ফৌজদারহাট এলাকায় সম্পূর্ণ আলাদাভাবেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছে।
চট্টগ্রামের প্রবীণ এই চিকিৎসক বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চমেক ক্যাম্পাসে যে জায়গা চূড়ান্ত করা হয়েছিল, সে জায়গা তো ব্যবহার হয়নি। তাহলে জায়গার সংকটে নতুন ভবন কেন করা যাবে না? অবশ্যই নতুন ভবন করা যাবে। নতুন প্রকল্প বাস্তবায়নে যারা জায়গা সংকটের কথা বলছেন তাদের দাবি যৌক্তিক না। তারা সঠিক তথ্য দিচ্ছেন না।