মহেশখালীতে মোবাইল চুরির ঘটনার অজুহাত দিয়ে আপন শ্যালকের হাত কেটে নিয়েছে দুলাভাই। গতকাল শনিবার দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মোহাম্মদ শাকিল (৩০)। সে ছামিরা ঘোনা গ্রামের রশিদ আহমদের পুত্র। এলাকাবাসীরা জানান, শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তারই আপন ভগ্নিপতি একই এলাকার বাসিন্দা মোহাম্মদ উল্লাহর পুত্র ফেরদৌস। এই ঘটনা স্থানীয়ভাবে মিমাংসাও করে দেওয়া হয়। কিন্তু আরও অন্যান্য বিষয় নিয়ে শ্যালকের উপর ক্ষোভ থেকে যায় ভগ্নিপতি ফেরদৌসের। এরই জের ধরে গতকাল দুপুরে শাকিল ও ফেরদৌসের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ফেরদৌস ও তার ৪/৫ ভাই মিলে শাকিলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তারা শাকিলের বাম হাত বাহু থেকে কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে এটি স্থানীয়ভাবে মীমাংসা হয়। এই মীমাংসা পছন্দ না হলে দুলাভাই (ফেরদৌস) তার অন্য ভাইসহ শ্যালক শাকিলের হাত কেটে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।












