পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) জুলুসে নগরীর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সিএমপির ট্রাফিক বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। আজ রোববার সকালে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও অন্যান্য স্থান থেকে জুলুস বের হবে। জুলুসে অংশগ্রহণকারীদের সুষ্ঠুভাবে গমনাগমন ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে নির্ধারিত স্থান ও রাস্তাগুলোতে আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনাগুলো হচ্ছে, ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে জুলুসের র্যালি সকালে নগরীর বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল ও কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মোড়, গণি বেকারি মোড়, জামালখান মোড়, আসকারদীঘির পাড়, কাজির দেউড়ি মোড়, আলমাস মোড়, ওয়াসা মোড় হয়ে জিইসি, ২ নং গেট, মুরাদপুর হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে শেষ হবে। এ কারণে নির্দিষ্ট মোড় ও স্থানগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যালি অভিমুখী সড়কে সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, জুলুস চলাকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অলি খাঁ মসজিদ রোডের মুখ, তেলিপট্টি মোড়, চকবাজার থানা রোডের মুখ, সিজিএস স্কুল মোড়, প্যারেড কর্নার, গণি বেকারি মোড়, জামালখান মোড়, নুর আহমদ সড়কের মুখ, স্টেডিয়াম গোল চত্বর, আলমাস সিনেমা মোড়, এইচএস খান ফিলিং স্টেশন, পল্টন রোডের মুখ ও শিল্পকলা একাডেমি রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। উক্ত সময়ে র্যালি অভিমুখে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।