ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৩০ ফুট বুদ্ধমূর্তি স্থাপনা এবং কর্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বিহারসহ বাংলাদেশের বহু নান্দনিক ও বৌদ্ধ স্থাপত্য শৈলীসমৃদ্ধ বিহারের রূপকার প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া আর নেই। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বছর খানেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল।
গতকাল সন্ধ্যায় নগরের নন্দনকানন বৌদ্ধবিহারে শেষকৃত্য অনুষ্ঠান শেষে প্রয়াতের গ্রামের বাড়ি পটিয়ার পূর্ব বেলখাইন গ্রামে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার পর আজ (বুধবার) বেলা আড়াইটায় কর্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন সংগঠকসহ নানা শ্রেণী পেশার মানুষ।