মেঘগুলো ওড়ে ডানা মেলে ঘুরে পরির মতো যে রূপ
কেন যেন ঠিক আলতো ছোঁয়ায় ঘাসেরা ও নিশ্চুপ।
নীলের বাড়িতে সাদা সাদা মুখ স্বপ্নের রঙ মাখা
পদ্মা মেঘনা যমুনার তীরে কার যেন ছবি আঁকা।
আকাশে বাতাসে ছড়িয়ে আছেরে শিউলি ফুলের গন্ধ
মনের ভেতরে ঢেউ শুধু ঢেউ হলদে পাখির ছন্দ।
হাঁস বলাকার চোখাচোখি ঘর কাশের যেন কী সন্ধি
এমন দিনেই মনটা কেনো যে শরতের রঙে বন্দি।
শরৎ তুমি যে এলেমেলো চুলে হাওয়ার রেলে ভাসো
মেঘ পাতা ফুলে ঘাসের ভেতরে চুপটি করে যে হাসো।
তুমি কি আমার বন্ধু হবে রে , না ভালোবাসার মিতে?
তোমাকে নিয়েই কাশ বনে বনে মেতে ওঠি সংগীতে।
এ বিকেলটায় নেমে এসো যদি আমার খেলার মাঠে
তুমি এলে ঠিক প্রাণ ফিরে আসে সন্ধ্যা বেলার পাঠে।
জোছনার আলো রাতের স্বপ্নে এসো হাতে রাখি হাত
ভোরের সূর্য তোমাকে জানায় রঙিন সুপ্রাভাত।