লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অক্টোবর সেবামাস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি গতকাল শুক্রবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অন্তহীন ভালোবাসায় সেবা’ সার্ভিস কলের প্রবক্তা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী। ‘লাভ অল সার্ভ অল’-এ প্রতিপাদ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অক্টোবর সেবামাস উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, র্যালি আয়োজক কমিটির চেয়ারম্যান লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, মেম্বার সেক্রেটারি লায়ন মির্জা মোহাম্মদ জাহিদ হোসেন, জেলার লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, লিও ইয়ুথ ক্যাম্প ও এঙচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, জেলা ৩১৫-বি৪ এর প্রেসিডেন্ট ইরফান মোস্তফা। র্যালিটি নগরীর লালখান বাজার, ওয়াসা, জিইসি মোড় হয়ে খুলশীস্থ চিটাগং লায়ন্স ফাউন্ডেশন চত্বরে শেষ হয়। এতে লায়ন্স ও লিও ক্লাবের প্রায় ৮৫০ জন সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ১৯১৭ সালের ৮ অক্টোবর সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জন্ম হয়। সংগঠনের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানুষের তরে মনঃপ্রাণ বিলিয়ে দেয়া লায়ন ও লিওরা মাসব্যাপী অক্টোবর সেবামাস উদযাপন করে। মাসব্যাপী স্বাস্থ্যশিবির, চক্ষুশিবির, ডায়াবেটিক সচেতনতা, খাদ্য বস্ত্র চিকিৎসা ও শিক্ষাসাগ্রী বিতরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিসহ অসংখ্য সেবা কর্মকাণ্ড পরিচালনা করেন।