বোয়ালখালীতে বই পড়া উৎসব

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৪৬ পূর্বাহ্ণ

শিক্ষা অর্জন করার একমাত্র মাধ্যম হলো বই। বই মানুষের পরম বন্ধু। বই মানুষকে আলোর পথ দেখাতে সাহায্য করে। গতকাল শুক্রবার বোয়ালখালী সৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমি প্রাঙ্গণে বই পড়া উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদ। প্রফেসর ফেরদৌস আহমেদের সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজুল হক, সাইফুন নাহার রিমা, আসমাউল হুসনা, তাসলিমা জিন্নাত, মাহমুদ বুরহান, তাজরিন আহমেদ, এন্ড্রিয়া রড্রিঙ, তামান্না খানম, মো. পারভেজ চৌং, জয়দেব কর্মকার, মো. ইসরাত হোসাইন, এডমিন অফিসার মো. ইকবাল হোসেন, আইটি অফিসার মো. ঈসা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর পথ ধরেই নারীর মুক্তি আসুক
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাবের অক্টোবর সেবা মাস শুরু, নগরে বর্ণাঢ্য র‌্যালি