৩ মাসের মধ্যে ফের বাড়ল রেপো সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধ ও টাকার ক্রমাগত মান হারানোর প্রেক্ষাপটে মূল্যস্ফীতির বাড়তি চাপ সামলাতে তিন মাসের ব্যবধানে আবার রেপো হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার নীতি সুদহার নামে পরিচিত রেপো সুদহার সাড়ে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।
অবশ্য অন্যান্য নীতিসুদ হার যেমন রিভার্স রেপো ৪ শতাংশ, বিশেষ রেপো ৮ শতাংশ ও ব্যাংক রেটে ৪ শতাংশে কোনো বদল আনা হয়নি। নতুন সুদহার আগামী ২ অক্টোবর থেকে কার্যকর হবে বলে সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। খবর বিডিনিউজের। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মনিটরি পলিসি কমিটির ৫৬তম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে সার্কুলারে জানানো হয়। এর আগে গত ৩০ জুন চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণার সময় রেপো সুদহার ৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। আর তারও এক মাস আগে ২৯ মে রেপো সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করে। উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতির চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এমন নীতি সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমামলার গ্যাঁড়াকলে প্রার্থিতা যায় আসে
পরবর্তী নিবন্ধআপনাদের তো কোমর ভেঙে গেছে