‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানে সন্দ্বীপ উপজেলার ২৪টি সামাজিক ও মানবিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ’র উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় হারামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি করা হয়। অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন হারামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহাবুল্লাহ। মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আবুল কাশেম শিল্পী ও অ্যাডভোকেট সাইফুর রহমান নওশাদ, আর এস ইব্রাহিম, এরশাদ উল্লাহ, ওমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।