ইসলামি গবেষক ও লেখকদের সাথে আনজুমান ট্রাস্টের মতবিনিময় সভা

| শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

আসন্ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) সফল ও সার্থক করে তোলার লক্ষে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কার্যালয়ে আহলে সুন্নাত ওয়াল জমাআতের আদর্শনুসৃত লেখক ও গবেষকদের সাথে আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন জশনে জুলছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজ্ঞ লেখকদের তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ বিভিন্ন প্রবন্ধ-ফিচার পত্রিকায় প্রকাশ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আলকাদেরী, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, জামেয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী, হালিশহর তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভী, কবি ও প্রাবন্ধিক আল্লামা হাফেজ আনিসুজ্জমান, মুক্তির দিশারী সম্পাদক, মানবাধিকার কর্মী ও লেখক মুহাম্মদ জহুরুল আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে আইকিউএসির সেমিনার