সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজ এর আন্তঃ মিনিবার ফুটবল টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র আসাদুজ্জামান। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী ১২ জন খেলোয়াড়ের সকলকে মেডেল দেয়া হয়। উক্ত টুর্নামেন্টে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে পুরস্কার প্রদান করেন কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। পুরস্কার বিতরণপূর্ব অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী করে তুলতে খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমানতালে এগিয়ে রাখতে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তন্ময় আচার্য্যের সঞ্চালনায় পুরস্কার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক বদরুন নাহার, এ.কে.এম শাহনাওয়াজ, মো. নুরুছাপা, সাহেলা আক্তার উর্মি, নাসরিন আক্তার, দিনা ফারভীন, মিনু রানী মিত্র, মোহাম্মদ নাসরাতুল হোসাইন, শারমিন আক্তার, মুহাম্মদ আলাউদ্দিন, তানিয়া সুলতানা, আজম উদ্দিন ও নিউটন কুমার শীল।