পরীক্ষার্থীদের জন্য বাস ভাড়া নয়, শিক্ষার্থীদের জন্য ছাড়

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির উদ্যোগ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পথে রাঙ্গামাটি থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী শহরে যাওয়া-আসা করে তাদের জন্য বাস ভাড়ার বিশেষ ছাড় দিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি। এই সাথে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা যাওয়া-আসা করতে পারবে বিনাভাড়ায়। শিক্ষার্থীরা এ সুবিধা ভোগ করতে পারবে আগামী ১ অক্টোবর থেকে। বর্তমানে রাঙামাটি থেকে বাস ভাড়া ৯০ টাকা। এর পরিবর্তে শিক্ষার্থীরা ৫০ টাকায় যাওয়া-আসা করতে পারবে। রোববার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী এই ঘোষণা দিয়ে বলেন, সমিতির নেতৃবৃন্দের সাথে বসে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, রাউজান থেকে চট্টগ্রাম নগরীর টাইগারপাস পর্যন্ত যাতায়াত ভাড়া এখন ৭০ টাকা থেকে কমিয়ে ৬৫ টাকা করা হয়েছে।
এ ঘোষণা প্রদানকালে সমিতির সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-সভাপতি জাবের আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. মনছুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, সহ- সম্পাদক কাজী জামাল, সাংগঠনিক সম্পাদক নবীদুল আলম, লাইন কন্ট্রোলার মো. হারুন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মঈনুদ্দিন জামাল চিশতি, অর্থ সম্পাদক তারেক হাসান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শরীফুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পর্কে জ্ঞাতব্য
পরবর্তী নিবন্ধ