আমেরিকায় ড. সেলিম উদ্দিনকে চবি এলামনাই এসোসিয়েশনের সংবর্ধনা

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৯:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট হিসাব বিজ্ঞানী প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনকে আমেরিকাস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, নর্থ আমেরিকা ইনক কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংগঠনটির এক আলোচনা সভাশেষে উক্ত এলামনাইয়ের চট্টগ্রাম শাখার যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিনসহ ড. সেলিমকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি মাহমুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আবু জাফর মাহমুদ। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিষ্ণু গোপ, আব্দুল আওয়াল শামীম, হাসান মাহমুদ, দিলওয়ার হোসেন, আবুল কালাম আযাদ, মোহা. মঞ্জুর হাসান, রায়হানা বারী, ফৌজিয়া আহমেদ, সৈয়দা তাহমিনা গিয়াস, মাকসুদুল আহসান চৌধুরী এবং দিপু বক্তব্য রাখেন। ড. সেলিম মানবসম্পদ উন্নয়নে দৃশ্যমান এবং অদৃশ্য অবদান রাখার ক্ষেত্রে এলামনাইয়ের অপরিহার্য ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ণ রিফাইনারী এমপ্লয়ীজের মাছের পোনা অবমুক্তকরণ
পরবর্তী নিবন্ধবান্দরবানে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক সমাবেশ