চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। তাঁর জায়গায় নিয়োগ পেয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চল। গতকাল নির্বাচন কমিশন অফিসের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি হয়। নির্বাচন কমিশনের আদেশক্রমে রিটার্নিং অফিসার পদে এ পরিবর্তন আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসককে নিয়োগ দেয়া হয়। এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কঠিন। এ জন্য তদন্ত হতে হবে। এটা লঘু শাস্তি নয়। এ মুহূর্তে করণীয় একটাই, তাঁকে সরিয়ে দেওয়া।
গত ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ওই প্রার্থীর পক্ষে মোনাজাত ও ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। এতে নির্বাচন বিধিমালা লঙ্ঘন হয়েছে উল্লেখ করে গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান। ২৪ ঘণ্টার মধ্যে উক্ত রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চেয়ে পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, বক্তৃতায় তিনি একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন এবং অন্যদেরকেও উক্ত রাজনৈতিক দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ বাদে ৬১ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।