ভুটানের জালে ৮ গোল ফাইনালে বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৪১ পূর্বাহ্ণ

প্রথম দুই ম্যাচ জিতেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে নিশ্চিত করেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ফলে সেমিফাইনালে পেয়েছিল ভুটানকে। পুরো টুর্নামেন্ট জুড়েই দাপুটে এগিয়ে চলা বাংলাদেশ নারী ফুটবল দল সেমিফাইনালেও খেললেন অপ্রতিরোধ্য ফুটবল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে ভুটানকে একেবারে উড়িয়ে দিয়েছেন সাবিনা, কৃষ্ণা, স্বপ্না, তহুরারা। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল শুক্রবার নেপালের কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দুই অর্ধে সমান চারটি চারটি আটটি গোল করেছে বাংলাদেশি মেয়েরা। টুর্নামেন্টে সাবিনা খাতুনের এটা দ্বিতীয় হ্যাটট্রিক। অপর পাঁচ গোলের মধ্যে একটি করে গোল করেছেন সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন ও তহুরা খাতুন। সেমিফাইনালে এমন দাপুটে জয়ের দিনে একটা অস্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। আর সেটা হচ্ছে প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকেলে আঘাত পান দারুণ ফর্মে থাকা ফরোয়ার্ড স্বপ্না। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ফাইনলে স্বপ্নাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শংকা। আগামী ১৯ সেপ্টেম্বর এই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক নেপাল ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দল।
এর আগে ২০১৬ সালে একবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার স্বাগতিক ভারতের বিপক্ষে ৩-১ গোলে হেরে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। তবে এবারে ভিন্ন রূপে দেখা দিয়েছে বাংলাদেশ দলকে। গতকাল ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের উল্লাসে ভাসে বাংলাদেশ। মনিকার পাস থেকে বল পেয়ে দারুণ এক গোল করে দলকে উল্লাসে মাতান স্বপ্না। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। বাংলাদেশ তৃতীয় গোলটি পায় খেলার ৩০ মিনিটে। মনিকার ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দেন কৃষ্ণা। পাঁচ মিনিট পর ভুটানের গোলরক্ষকের ভুলে বল পেয়ে ব্যবধান ৪-০ তে উন্নীত করেন ঋতুপর্ণা চাকমা।
প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত থাকে বাংলাদেশের। আর এ অর্ধেও শুরুতেই নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল আদায় করে নেন সাবিনা। ৫৭ মিনিটে সাবিনার ফ্রিকিক ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে মাসুরা পারভীন আলতো শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন। ৮৭ মিনিটে গোল করেন তহুরা। আর তাতে ব্যবধান গিয়ে দাড়ায় ৭-০। খেলার অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। আর তাতে বাংলাদেশ ৮-০ গোলের বিশাল জয় নিশ্চিত করে। টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশ দল। এখন ফাইনালে আরো একবার উৎসবে মাতার অপেক্ষায় বাংলার মেয়েরা।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাটে আবার চালু হচ্ছে ফেরি, উদ্বোধন নভেম্বরে
পরবর্তী নিবন্ধফের আলোচনায় ডিম