কাপ্তাই হ্রদে যুবকের ভাসমান মরদেহ

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াছ হোসেন কাঞ্চন (৩০)। তিনি বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন, একটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হয়েছে। তিনি বলেন, আমরা ময়নাতদন্ত করে মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবো। সেটির রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পচে গিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিটিসিএল শ্রমিক কর্মচারী সমাবেশ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে চোলাইমদসহ গ্রেপ্তার দুই ভাই