চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গতকাল বুধবার চুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলমের সাথে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে ফোরামের সভাপতি মিনহাজুর রহমান শিহাব, সাবেক সাধারণ সম্পাদক মো নেজাম উদ্দীন, মো. শরিফুল আলম, মেহেরাজ হোসেন ইমরান, নিলয় তালুকদার, হোজাইফা হামিম, সুমন দেব প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের হাতে ফোরাম কর্তৃক প্রকাশিত ‘কর্ণফুলী’ ম্যাগাজিন তুলে দেন। উপাচার্য বলেন, এই ফোরাম পূর্বে সাবেক নেতৃবৃন্দের হাত ধরে যে সুনাম অর্জন করে এসেছে সামনের দিনগুলোতেও যেন তা অব্যাহত থাকে এবং বর্তমান নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ নেতৃত্বে তা বহুগুণে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়া উপজেলা থেকে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে আরো উদ্বুদ্ধ করতে সকলকে কাজ করতে হবে। তিনি নবনির্বাচিত পরিষদের সফলতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।