লেখকদের নিরন্তর ছুটতে হবে নতুন গন্তব্যে

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

পাহাড়ের চূড়ায় উঠলেই গন্তব্য শেষ নয়, লক্ষ্য হতে হবে পরবর্তী পাহাড়ের চূড়া। আর এভাবেই চলতে থাকবে লক্ষ্যের গাড়ি। লেখকদেরও চূড়ান্ত গন্তব্য বলে কিছু নেই নিরন্তর ছুটতে হবে নতুন গন্তব্যে। তবেই তার সৃষ্টি উৎকর্ষতা ক্রমাগত বাড়তে থাকবে।
সৃজনশীল শিশুসাহিত্য সংসদ স্বকাল আয়োজিত স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২০-২১ প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ৯ সেপ্টেম্বর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ শিশুসাহিত্য পুুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে তুলে দেয়া হয়।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে ও স্বকাল পরিচালক, শিশুসাহিত্যিক অরুণ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শিশুসাহিত্যিক নাট্যজন সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক নাসের রহমান, শিশুসাহিত্যিক আহসান মালেক। বক্তব্য দেন, শিশুসাহিত্যিক এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, বশির উদ্দিন কনক। স্বাগত বক্তব্য দেন, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত লেখক বিপুল বড়ুয়া, আনোয়ারুল হক নুুরী, সনজিত দে ও রহমান রনি।
পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
উল্লেখ্য, সৃজনশীল সাহিত্য সংসদ স্বকাল চট্টগ্রামে অবস্থানকারী লেখক ও চট্টগ্রামের প্রকাশকদের উৎসাহিত করতে স্থানীয় লেখক ও স্থানীয় প্রকাশনা হতে প্রকাশিত বই আহ্বান করে যথাক্রমে গদ্য পদ্য শাখায় পুরস্কার প্রদান করে থাকে। করোনার কারণে গত দু’বছর পুরস্কার দিতে না পারায় এবার পর পর দু’বছরের পুরস্কার একসাথে দেয়া হয়। এবার ২০২০ সালে পদ্যে পুরস্কার পেয়েছেন আনোয়ারুল হক নুরী, গদ্যে পেয়েছে রহমান রনি। ২০২১ সালে গদ্যে পেয়েছেন বিপুল বড়ুয়া,পদ্যে পেয়েছেন সনজিত দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার্স প্রোগ্রামে এশিয়ান উইমেন ইউনিভার্সিটিতে ভর্তি চলছে
পরবর্তী নিবন্ধওয়েল স্টুডিও নিয়ে এল মিষ্টি খাবারে শৈল্পিকতা ও আধুনিকতা