মাস্টার্স প্রোগ্রামে এশিয়ান উইমেন ইউনিভার্সিটিতে ভর্তি চলছে

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ স্প্রিং ২০২৩ সেশনে মাস্টার্স অফ আর্টস ইন এডুকেশন প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। সমপ্রতি প্রতিষ্ঠানটি দুই বছরের মাস্টার্স অফ আর্টস ইন এডুকেশনে শিক্ষা কার্যক্রম চালু করেছে, বর্তমানে উচ্চতর শিক্ষায় আগ্রহীদের নিকট থেকে স্প্রিং ২০২৩ সেশনের আবেদন নেওয়া হচ্ছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য কয়েকটি প্রায়োগিক ইন্টার্নশিপ করা আবশ্যক যা তাদের তাত্ত্বিক জ্ঞানকে নতুন দক্ষতা এবং ধারণায় প্রয়োগ করতে সাহায্য করবে। এ প্রোগ্রামে পূর্ণাঙ্গভাবে ইংরেজি ভাষায় শিক্ষাদান করা হবে যা সম্পূর্ণরূপে ডিজিটাল ক্লাসরুম দ্বারা সজ্জিত, যেখানে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ এডুকেশন এবং বোস্টন কলেজ এর লিঞ্চ স্কুল অফ এডুকেশন থেকে রিমোট শিক্ষা কার্যক্রম চালানো হবে এবং প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচিং ফেলোদের মাধ্যমে সরাসরি গ্রুপ ডিসকাশন করা হবে। এখানে বাৎসরিক থাকা-খাওয়া এবং পড়ার খরচ ১৫০০০ আমেরিকান ডলার। যেসব ছাত্রীদের আর্থিক চাহিদা, উৎকর্ষতা বিকশিত করার আগ্রহ এবং নারী শিক্ষার ব্যপারে ন্যায় সঙ্গত ধারণা রয়েছে তাদেরকে ইউনিভার্সিটি সম্পূর্ণ বৃত্তি দিচ্ছে যা সবধরনের খরচ বহনযোগ্য। আগ্রহীদের সুবিধাবঞ্চিতদের সেবায় নিয়োজিত এমন স্কুল প্রতিষ্ঠা করতে এবং সমাজমুখী শিক্ষা উদ্যোক্তা হবার ইচ্ছা পোষন করে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত বারকোডটি স্ক্যান করে এবং ওয়েবসাইটে মাস্টার্স প্রোগ্রামের অর্ন্তভূক্ত মাস্টার অফ আর্টস ইন এডুকেশন সেকশনটি ভিজিট করার অনুরোধ করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধলেখকদের নিরন্তর ছুটতে হবে নতুন গন্তব্যে