বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর যুব কমিটির মতবিনিময় সভা গত সোমবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবদু সোবহান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভাগীয় সভাপতি চৌধুরী মো. আলি, সাধারণ সম্পাদক নুরুল আবছার ভুইয়া, নগর কমিটির সভাপতি নুরুল আবসার তৌহিদ, সাধারণ সম্পাদক আবু আহমদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক আলমগীর, গামের্ন্টস ফেডারেশনের সভাপতি জিয়াউল হক সুমন, যুব কমিটির সিনিয়র সহসভাপতি আমির হোসাইন প্রমুখ। সভায বক্তারা বলেন, অন্য সংগঠনগুলো দলীয় লেজোড় ভিত্তিক হওয়ার তারা শ্রমিকদের স্বার্থের চেয়ে দলের স্বার্থে কাজ করে। একমাত্র শ্রমিকদের স্বার্থে ও আন্তজাতিক শ্রম আইন বাস্তবায়নে শ্রমিকদের সাথে নিয়ে রাজপথে আন্দোলন করছে বাংলাদেশ লেবার ফেডারেশন। প্রেস বিজ্ঞপ্তি।