বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম জুলেখা বেগম (২৫)। দুই সন্তানের জননী এ নারী উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যৌথ খামার পাড়া গ্রামের মো. বেলাল উদ্দিনের স্ত্রী। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধূর স্বামী বেলাল উদ্দিন জানান, বাড়িতে টেবিল ফ্যান চালু করতে গিয়ে স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বাহিরে ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা শুনে দ্রুত বাড়িতে ফিরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যুর কথাটি শুনেছেন বলে জানান। এই বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসেম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন।