কর্ণফুলীতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে উত্ত্যক্ত করার অপরাধে সাজা হলো দুই বখাটের। এরা হলো মো. সোহেল (২৭) মো. রহিম (২৬)। গত বুধবার বিকালে আলীম উদ্দিন ক্যাডেট স্কুল এন্ড কলেজে পড়ুয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে তারা। পরে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহেলকে ১৫ দিন ও রহিমকে ৭ দিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে থানা পুলিশ তাদের কারাগারে প্রেরণ করেন।
জানা গেছে, ওই ছাত্রীকে বিভিন্ন সময় সোহেল ও রহিম উত্ত্যক্ত করতো। পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোহেল ও রহিমকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আইন মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় সোহেলকে ১৫ দিন ও রহিমকে ৭ দিনের কারাদন্ডাদেশ দেন।
স্থানীয়রা জানান, কর্ণফুলীর স্কুল কলেজসহ বিভিন্ন এলাকায় এখন প্রতিনিয়ত মেয়েদের ইভটিজিংসহ নানা ধরণের অপরাধ সংগঠিত হচ্ছে। প্রশাসনের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে, একসময় এসব ঘটনা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, কর্ণফুলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে দুই বখাটেকে কারাদন্ড দেন। তাদের থানা থেকে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে সোহেল ও রহিম উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তাদের অপরাধের প্রমাণ পাওয়ায় সাজা দেয়া হয়েছে।