মহেশখালীতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

১৫ ভরি স্বর্ণালংকার সহ ৬ লাখ টাকা লুট

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার পাহাড়ি জনপদ শাপলাপুর ইউনিয়নে এক রাতে পৃথক দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার পর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ছাদেকের কাটা গ্রামের আলতাজ মিয়া ও উলা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এতে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লক্ষ টাকাসহ আনুমানিক ২২ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। ডাকাত কবলিত পরিবারের গৃহকর্তা আলতাজ মিয়া জানান, বুধবার রাত ১টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল আমার বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তিনি ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে, তাদেরকে একটি কক্ষে আবদ্ধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আটকে রাখে। এরপর তারা আলমারির চাবি নিয়ে ৮ ভরি স্বর্ণ, নগদ ৪ লক্ষ টাকা এবং ৩টি মোবাইল সহ আনুমানিক ২০ হাজার টাকার বিভিন্ন মালামাল লুট করে। ডাকাতদের মুখে কালো মাস্ক ছিলো তাই কাউকে চিনতে পারিনি। এ নিয়ে কাউকে কোনো প্রকারের তথ্য দিলে তাদেরকে হত্যার হুমকিও দেয় ডাকাতদলের সদস্যরা। মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের এএসপি (সার্কেল) আবু তাহের ফারুকী জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ইতিমধ্যে সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো পর্যন্ত ঘটনার বিষয়ে মামলা রেকর্ড না হওয়ায় তদন্তের সাথে আটকদের নাম প্রকাশ করা হচ্ছে না। তদন্ত ও অনুসন্ধান চলছে। ঘটনার সাথে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই বখাটেকে কারাগারে প্রেরণ
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে বজ্রপাতে ৯ জনের মৃত্যু