সাবান, ডিটারজেন্ট, টুথপেস্টসহ এ ধরনের পণ্যের দাম সমপ্রতি অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এগুলোর উৎপাদন ব্যয় যাচাই ও খুচরা মূল্যের যৌক্তিকতা খতিয়ে দেখবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে দেশে এসব পণ্য উৎপাদনকারী শীর্ষস্থানীয় কোম্পানিগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এ ঘোষণা দেন। খবর বিডিনিউজের।