ভোরে ঘুম ভেঙে চোখ খোলার পর ঈশ্বরের পরে সবাই মনে হয় আমার মতো মনে মনে সেই বার্তাবাহকের কথা ভাবে। কখন সে আসবে একটি কাগজ হাতে তাতে কতো জানা অজানা সংবাদ। আগে অনেক সংবাদপত্র পড়েছি এখন আজাদীর মায়ায় পড়ে গেছি। আজাদীতে একটু চোখ না বুলালে মনে হয় যেন নাস্তা করে জল না খাওয়ার মতো।
চট্টগ্রামের সব খবর আশে পাশে কোথায় কি ঘটনা ঘটল নিমেষেই জানা যায়। পরিচিত মুখগুলো দেখে ভালোই লাগে।
আজাদীর সাথে অনেক বছরের সখ্যতা। আজাদী চট্টগ্রামের প্রাণ। শুভ জন্মদিন আজাদী। আমাদের মাঝে যুগ যুগ ধরে এভাবে জনপ্রিয় হয়ে সকল মানুষ হৃদয়ের ভালোবাসা কেড়ে নিয়ে বেঁচে থাকুক। পরিশেষে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই যাদের নিরলস পরিশ্রমে ভোর হতে না হতেই আমাদের হাতে তুলে দেয় আজাদীকে।