লোহাগাড়ায় রাতের আঁধারে টিলা কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় রাতের আঁধারে টিলা কাটায় অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম মজিদার পাড়ায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। তিনি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে টিলা কাটায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জনৈক আবদুল কুদ্দুসকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি এঙকেভেটর। অভিযানে উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিনসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানুরাগী আব্দুল নবীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধএবার আইফোন খোয়ালেন জিএম কাদের