স্বল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করা নবজাতকের চিকিৎসায় ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সেবা চালু হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। গত মঙ্গলবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি দুই শয্যার এই কেএমসি কর্ণার উদ্বোধন করেন। কেএমসি কর্ণার চালুর ফলে এখানে মায়ের বুকে থেকেই চিকিৎসার সুযোগ পাবে স্বল্প ওজনের অসুস্থ শিশুরা।
দুই কেজির কম ওজনের নবজাতকের চিকিৎসায় এই কেএমসি সেবা চালু করা হয়েছে জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, কেএমসি কর্ণার চালুকরণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছিল। ওই নির্দেশনার প্রেক্ষিতে গাইনি ওয়ার্ডের পাশে আমরা এটি চালু করেছি। এখানে একটি চেয়ার ও একটি শয্যা রয়েছে। যাতে প্রাথমিকভাবে দুটি শিশুকে মায়ের সাথে রেখে চিকিৎসা দেয়া যাবে। তবে শয্যা সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চিকিৎসকরা জানান, এখানে অনেকটা ক্যাঙ্গারুর মতো সন্তানকে বুকে আগলে রাখতে পারেন মায়েরা। ক্যাঙ্গারুর মতো সন্তানকে বুকে আগলে রাখা যায় বলেই এটিকে ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) বলা হয়ে থাকে। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিওনেটাল (নবজাতক) ওয়ার্ডে ৩০ শয্যার এই কেএমসি ইউনিট চালু করা হয়। যেখানে ২৫টি শয্যা ও ৫টি চেয়ার স্থাপন করা হয়েছে।












