মীরসরাইয়ে পুকুরে ডুবে পাভেল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের জামাল উল্লাহ পোস্ট মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু পাভেল ওই বাড়ির ফখরুল ইসলাম টিপুর ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, শাশুড়ির কাছে ছেলে পাভেলকে রেখে প্রতিবেশী টিপুর স্ত্রী বৃহস্পতিবার চট্টগ্রাম
শহরে চিকিৎসক দেখাতে যান। শুক্রবার সকালে বাড়ি ফেরে ছেলেকে অনেক্ষণ ধরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, শিশু পাভেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।