আবুধাবী দাবা ফেস্টিভাল ফ্যামিলি প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের ফ্যামিলি প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের দল অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। গ্র্যান্ড মাস্টার জিয়ার ফ্যামিলি দল ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। গতকাল সোমবার অনুষ্ঠিত ফ্যামিলি প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়া ফ্যামিলি প্রথম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের কাঞ্চনা দেবী ফ্যামিলিকে, দ্বিতীয় রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে ফিলিপাইনের আবুসিজো আরমেল ফ্যামিলিকে, তৃতীয় রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ফিলিপাইনের রিয়েস ডেনিলোর ফ্যামিলিকে, চতুর্থ রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে পেরুর গ্র্যান্ড মাস্টার কাস্তানেদা গিওরগিইর ফ্যামিলিকে, পঞ্চম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে উজবেকস্তানের মানসুরভ বোতির ফ্যামিলিকে, ষষ্ঠ রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে মরোক্কোর আন্তর্জাতিক মাস্টার তিসির মোহাম্মদ ফ্যামিলিকে ও সপ্তম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের দিনেশ চিটলাঙ্গে ফ্যামিলিকে পরাজিত করেন।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের আগাম জামিন পেলেন ইমরান খান
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে মোসাদ্দেকের দারুন ব্যাটিং, নিষ্প্রভ মাহমুদউল্লাহ