রাউজান ও মহেশখালীতে গতকাল পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাউজান প্রতিনিধি জানান, উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া গ্রামে গতকাল সোমবার পুকুরের পানিতে পড়ে মারা গেছে মাইমুন ইসলাম মজুমদার (২) নামের এক শিশু। শিশু মাইমুন ওই এলাকার শিক্ষক মো. মিজানুর ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে শিশুটি খেলতে গিয়ে এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শিশুর চাচা সাইদুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহেশখালী : মহেশখালী প্রতিনিধি জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে সহপাঠিদের সাথে পুকুরে গোসল করতে নেমে রাওয়াহিনুল রাজ রাহি (৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। রাহি ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং একই গ্রামের আনোয়ারুল মুবিনের পুত্র।
জানা যায়, রাহি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার দুই সহপাঠিদের নিয়ে একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পুকুর থেকে আর উঠতে পারেনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আনোয়ারুল মতিন জানান, গতকাল সন্ধ্যায় তার জানাজা সম্পন্ন হয়েছে।












