জীবন পরিক্রমা

লুৎফন নাহার | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

জীবন একটা
বহমান নদী
জোয়ার-ভাটার খেলা
চলে নিরবধি।

এপাড় ভাঙে
ওপাড় গড়ে
বাঁচার তরে
মানুষ সংগ্রাম করে।

কখনো উত্থান
কখনো পতন
কখনো থাকেনা একসমান।

উচ্চ আসন
নিম্ন আসন
বিধি করেছে নির্ধারণ।
অদৃষ্টের লিখন
যায়না খণ্ডন।

কাল যে রাজা
আজকে ভিখারি
তবুও কীসের এত বাহাদুরি?

আজ যা আছি ভালো
আগামীতে হতে পারে আরো কালো

যখন যেভাবে আছি
ভালো মন্দ নিয়ে বাঁচি

অতীতের দীর্ঘ শ্বাস
ভবিষ্যতের আশ্বাস
কোনোটাই নয়
বর্তমানেই বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানুরাগী আমার আব্বু
পরবর্তী নিবন্ধঅপরাজেয় মুজিব