হাইকু কবিতা আবু তাহের মুহাম্মদ | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ আত্মহারা ডিঙ্গিতে দুলি কল্লোলিত সাগর নিজকে ভুলি পিছু হটা গোলাপে কাঁটা যন্ত্রণা বারোমাস অগত্যা হটা স্বপ্ন ভাঙে পায়ে জড়ানো আবলুস রাত যে স্বপ্ন ভাঙানো ক্ষতি সে ক্ষতিগুলো রন্ধ্রে জটিল কাটা আলোক জ্বালো